ভারতের সাহসী পদক্ষেপ সিন্ধু জলবিবাদে নতুন মোড়, নজর এবার টুলবুল প্রকল্পে
July 7, 20258:26 am

সিন্ধু জল চুক্তি বাতিলের কয়েক মাস পর ভারত এবার জম্মু ও কাশ্মীরর টুলবুল নেভিগেশন প্রকল্প পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকারের এই পদক্ষেপ পাকিস্তানকে নতুন করে অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ঝিলম নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে শ্রীনগর থেকে বারামুলা পর্যন্ত জল সরবরাহ নিশ্চিত করা হবে, যা বিদ্যুৎ উৎপাদন ও অভ্যন্তরীণ নৌপরিবহনেও সহায়তা করবে।
১৯৮৪ সালে শুরু হওয়া এই প্রকল্প পাকিস্তানের আপত্তিতে ১৯৮৭ সালে বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের যুক্তি, সিন্ধু জল চুক্তির নিয়ম মেনেই তারা নিজেদের জলসম্পদ ব্যবহার করছে। এর ফলে জলসম্পদ ব্যবহার নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।