ঘরের ভেতরেই নরপিশাচ: শ্বশুরের তীব্র কামের জ্বালায় লাগাতার দু’মাস পুত্রবধূকে ধর্ষণ করতেন

উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুত্রবধূকে লাগাতার ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে শ্বশুর শঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে, স্ত্রী নির্যাতনের বিষয়ে অবগত থাকা সত্ত্বেও কোনও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধর করার অভিযোগে তাঁর স্বামী সোমনাথ বিশ্বাসকেও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে অশোকনগরের গুমা রাজিপ্পুরের এক মেয়ের সঙ্গে শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয়েছিল। তাঁদের একটি চার বছরের সন্তানও রয়েছে। অভিযোগ, গত দু’মাস ধরে শ্বশুর শঙ্কর বিশ্বাস পুত্রবধূর উপর যৌন নির্যাতন ও ধর্ষণ করে আসছিলেন। পুত্রবধূ তাঁর স্বামীকে বিষয়টি জানালে, স্বামী সোমনাথ বিশ্বাস কোনো পদক্ষেপ না নিয়ে উল্টে তাঁকে মারধর করেন। অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গতকাল পুত্রবধূ মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।