দোকানের গুদামে চিপসের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে যৌন হেনস্থা, চিত্কার শুনে ছুটে এসে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায়
July 7, 20259:02 am

বেঙ্গালুরুতে চিপস কিনতে গিয়ে যৌন হেনস্থার শিকার হল ৮ বছরের এক শিশুকন্যা। গত বৃহস্পতিবার রাতে বাগলাকুন্টের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ২৫ বছর বয়সী দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। চিপসের প্যাকেট চাইতে গিয়েই ওই শিশুকন্যা দোকানদারের লালসার শিকার হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ নিজের বাড়ির কাছে দোকানে চিপস কিনতে যায় ওই শিশুকন্যা। দোকানদার তাকে গুদাম থেকে চিপস আনতে বলে। অভিযোগ, সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয়। বাড়ি ফিরে সে কাঁদতে কাঁদতে সব খুলে বললে পরিবারের পক্ষ থেকে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়।