বিজেপি নেতা গোপাল খেঁকা হত্যা সিসিটিভি ফুটেজ ভাইরাল
July 7, 20259:04 am

বিহারের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিজেপি নেতা গোপাল খেঁকা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ৪ জুলাই রাত ১১টা নাগাদ গান্ধী ময়দান থানা এলাকার পানাচে হোটেলের কাছে তার বাসভবনের বাইরে এই ঘটনা ঘটে। ফুটেজে দেখা যাচ্ছে, একজন মোটরসাইকেল আরোহী খেঁকার গাড়ির কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মগধ হাসপাতালের মালিক ও বাঙ্কিপর ক্লাবের পরিচালক খেঁকাকে গুলি করার পর ঘটনাস্থল থেকে একটি গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্তে একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করা হয়েছে। উল্লেখ্য, ছয় বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে খেঁকার ছেলেরও একই রকম নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।