আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাশিয়ার দ্বিমুখী অবস্থান

সম্প্রতি ইরান-ইজরায়েল সংঘাতে রাশিয়ার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। একদিকে যেমন রাশিয়া ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছিল, তেমনই আবার কিছু বিশেষজ্ঞের মতে, হামলার পর ইরান তাদের পরমাণু কর্মসূচিকে রাশিয়ার সহায়তায় আবারও সক্রিয় করছে। এই সামরিক সহযোগিতার পাশাপাশি রাশিয়া এখন পরমাণু চুক্তি নিয়ে মধ্যস্থতার কথা বলছে। রয়টার্সের খবর অনুযায়ী, ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিতর্কে মস্কোর মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে লাভরভের বৈঠকে সম্প্রতি ইজরায়েল ও আমেরিকা কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলার নিন্দা জানানো হয়। রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের প্রতি তাদের সমর্থন নিশ্চিত করেছে। এমনকি সম্ভাব্য সমাধান হিসেবে ইরানের ইউরেনিয়াম সংরক্ষণের প্রস্তাবও দিয়েছে। যদিও ইরান বারবার পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করেছে, তবে জুন মাসের ইরান-ইজরায়েল সংঘাতের পর ইরানের বেশ কয়েকজন নেতা দেশের সুরক্ষার জন্য পরমাণু অস্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এমন পরিস্থিতিতে রাশিয়ার এই মধ্যস্থতার প্রস্তাব কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।