৩ সন্তানের জননীকে বিয়ে করতে নারাজ প্রেমিক, জোর করে বিয়ে দিল গ্রামবাসী

ভাগলপুরে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে তিন সন্তানের জননী এক মহিলাকে তার প্রেমিক বিয়ে করতে অস্বীকার করলে গ্রামবাসীরা জোর করে তাদের বিয়ে দেন। জানা গেছে, ওই মহিলা তার স্বামীকে ছেড়ে প্রেমিক কুন্দন দাসের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। তবে কুন্দন তাকে বিয়ে করতে রাজি ছিলেন না।
ঘটনাটি ঘটে ভাগলপুরের কো ম্পা নি বাগে। পাঁচ বছর ধরে দিল্লি নিবাসী ওই মহিলা ও কুন্দনের মধ্যে সম্পর্ক ছিল। মহিলার স্বামী তাদের সম্পর্কের কথা জানতে পেরে তাকে ত্যাগ করেন। এরপর মহিলা কুন্দনের সঙ্গে থাকতে শুরু করেন। তাদের তিন সন্তান রয়েছে, যার মধ্যে বড় ছেলের বয়স ১৭ বছর। মহিলা কুন্দনকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে কুন্দন দিল্লি ছেড়ে ভাগলপুরে ফিরে আসেন। মহিলাও তার পিছু পিছু ভাগলপুরে এসে কুন্দনের বাড়িতে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কুন্দন অস্বীকার করলে বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপর গ্রামবাসীরা তাদের দুজনকে ধরে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেন। কুন্দন বারবার বলতে থাকেন যে তিনি ওই মহিলাকে ভালোবাসেন না এবং তার সাথে শুধু খাওয়া-দাওয়ার সম্পর্ক ছিল।