টিএমসিপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ, ‘চেন খুলে গোপনাঙ্গ দেখাতে বলত’

টিএমসিপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ, ‘চেন খুলে গোপনাঙ্গ দেখাতে বলত’

হাওড়ার নরসিংহ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) রাজ্য সহ-সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) কলেজের র‍্যাগিং ভিডিওকে সামনে এনে অভিযোগ করেছে, সৌভিক রায় একাধিক ছাত্রকে জোর করে প্যান্ট খুলতে বাধ্য করে যৌনাঙ্গ দেখতেন এবং এর ভিডিও করতেন। অভিযোগকারীদের দাবি, ২০২৩ সালে এই বিষয়ে টিএমসিপি-র হাওড়া জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। ব্যাঁটরা থানা এবং অ্যান্টি র‍্যাগিং কমিশনেও অভিযোগপত্র পাঠানো হয়েছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগকারী এক ছাত্র টিভিনাইন বাংলাকে জানিয়েছেন, রাতের বেলায় ইউনিয়ন রুমে ডেকে সৌভিক তাদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখতে বাধ্য করতেন, ভিডিও করতেন এবং শারীরিক নির্যাতনও করতেন। এই অভিযোগের বিষয়ে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, তিনি এমন কোনও অভিযোগ পাননি এবং ঘটনার সত্যতা যাচাই করে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এই ঘটনাকে ক্যাম্পাসে অপরাধচক্র সক্রিয় থাকার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তবে অভিযুক্ত ছাত্রনেতা সৌভিক রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *