কেরালায় নিপা ভাইরাসে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু, ৩৮৩ জনকে নজরদারিতে রাখা হয়েছে, এই জেলাগুলি উচ্চ ঝুঁকিতে রয়েছে

করোনার পর এবার নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে কেরলে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ইতিমধ্যে দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের সংস্পর্শে আসা ৩৮৩ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে মলপ্পুরম জেলায় ১২ জন এবং পালক্কড় জেলায় চারজনের চিকিৎসা চলছে, যাদের মধ্যে পাঁচজন আইসিইউতে আছেন। সম্প্রতি মলপ্পুরমে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক ১৮ বছর বয়সী তরুণীর মৃত্যু হয়েছে, যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মলপ্পুরম ও পালক্কড় জেলায় আইসিইউ এবং আইসোলেশন সুবিধা বাড়ানো হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বর বা অন্যান্য অসুস্থতার লক্ষণযুক্ত ব্যক্তিদের খোঁজ নিচ্ছেন। জেলা প্রশাসন জনসাধারণকে N95 মাস্ক ব্যবহার করতে এবং জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। এছাড়াও, কোয়ারেন্টাইন বিধি মেনে চলা এবং বারবার হাত ধোয়ার উপর জোর দেওয়া হয়েছে। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকর্মীদের জানানোর অনুরোধ করা হয়েছে।