একুশের মঞ্চে কি দিলীপ, বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিলেন বিজেপি নেতা

একুশের মঞ্চে কি দিলীপ, বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিলেন বিজেপি নেতা

নিউটাউন, ৭ জুলাই ভারতীয় সময় সকাল ১১:১৯ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছে। সম্প্রতি তাঁর দলবদল নিয়ে গুঞ্জন উঠলে, সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখা যেতে পারে এমন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জল্পনার এক নতুন সংজ্ঞা দিয়ে বলেন, “আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।”

দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তিনি আরও বলেন, “কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কী হয়। ২১ জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে।” তাঁর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই তিনি রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *