রেলযাত্রায় ‘নেতা’ গিরি অচল, টিকিট না থাকায় জরিমানা গুণলেন যাত্রী

সম্প্রতি প্রয়াগরাজ ডিভিশনের একটি চলন্ত ট্রেনে টিকিট চেকিংয়ের সময় এক যাত্রীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, এসি কামরায় এক যাত্রী নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে টিকিট পরীক্ষককে বলেন, “তুমি আমাকে চেনো না?” কিন্তু কর্তব্যরত টিকিট পরীক্ষক দমে না গিয়ে তাঁর কাছে টিকিট দেখতে চান। বৈধ টিকিট না থাকায় ওই যাত্রীর কাছ থেকে নিয়ম মেনে জরিমানা আদায় করেন তিনি। এই ঘটনা দেখে ট্রেনের অন্যান্য যাত্রীরা স্তম্ভিত হয়ে যান।
এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই টিকিট পরীক্ষকের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন নেটাগরিকরা। অনেকে মনে করছেন, এমন অকুতোভয় কর্মী থাকলে বিনা টিকিটে ভ্রমণকারীদের সংখ্যা কমবে। ভারতীয় রেল বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে জুন মাস জুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে, যার ফলস্বরূপ লক্ষাধিক যাত্রীর কাছ থেকে বিপুল অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।