প্রাণনাশের হুমকি পেয়ে বহু দেহ কবর দিয়েছেন এক ব্যক্তি, থানায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি
July 7, 202511:40 am

উত্তর দমদম, ৭ জুলাই স্থানীয় সময় বেলা ১১:৩৮। প্রাণনাশের হুমকির মুখে পড়ে অসংখ্য মৃতদেহ কবর দেওয়ার চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি নিজেই থানায় এসে জানান, কিছু দুষ্কৃতী তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। সেই ভয়ে তিনি বিভিন্ন সময়ে বহু মৃতদেহ কবর দিয়েছেন। তাঁর এই বয়ানে রীতিমতো স্তম্ভিত হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পুলিশ এখন তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।