আবারও বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ! বিস্ফোরক মন্তব্যে তুলকালাম রাজ্য-রাজনীতি
July 7, 202512:15 pm

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফের বিতর্কের জন্ম দিয়েছেন। সিতাইয়ের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, যদি কোচবিহারের কোনো একটি বিধানসভা কেন্দ্রে একজন তৃণমূল কর্মীও আক্রান্ত হন, তাহলে আটটি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে। তার এই মন্তব্যকে ঘিরে রাজ্য-রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে।
উদয়ন গুহর এই বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “কোচবিহারের বাইরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কে চেনে?” এই মন্তব্যের জেরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং প্রশ্ন উঠছে একজন মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কতটা কাম্য।