ব্রিকস সম্মেলনে পহেলগাঁও প্রসঙ্গ! মোদীর তোপে ফের বিশ্বের দরবারে ‘বেআব্রু’ পাকিস্তান

ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল পহেলগাঁও হামলার প্রসঙ্গ। গত এপ্রিল মাসে পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে, রবিবার ব্রিকস-এর সভায় প্রধানমন্ত্রী বলেন, “পহেলগাঁওতে যে হামলা হয় তা শুধুমাত্র ভারতের উপর নয়, এটি মানবতার উপর আঘাত।” ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয় এবং এর দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।
ওই হামলার পিছনে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাত থাকার বিষয়টি সামনে আসার পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, “সন্ত্রাসবাদের মতো বিষয়ে দুমুখো নীতির কোনো স্থান নেই। যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে অবশ্যই এর মূল্য চোকাতে হবে।” তিনি ব্রিকস দেশগুলিকে সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য একটি স্পষ্ট এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার আহ্বান জানান।