বিক্ষেপের মুখে রাজন্যা, ‘AI অশ্লীল ছবি’ বিতর্কে প্রশ্ন তুলল তৃণমূলই

বিক্ষেপের মুখে রাজন্যা, ‘AI অশ্লীল ছবি’ বিতর্কে প্রশ্ন তুলল তৃণমূলই

কসবা গণধর্ষণ কাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদারের বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজন্যার অভিযোগ, কসবার অভিযুক্তদের মোবাইলে নাকি তাঁর বিকৃত ছবি ঘুরত, যা দেখে তারা ‘পৈশাচিক আনন্দ’ উপভোগ করত। এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পরই প্রশ্ন উঠেছে, এতদিন কেন নীরব ছিলেন রাজন্যা? কসবা কাণ্ডের পর তাঁর এই মুখ খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূলের দুই প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের কন্যারা।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ এবং মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম দুজনেই রাজন্যার দীর্ঘ নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রিয়দর্শিনী ঘোষের মতে, যদি এমন ভয়ানক ঘটনা ঘটে থাকে, তাহলে এত দিন চুপ থাকাটা অবাক করার মতো। তিনি রাজন্যাকে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, প্রিয়দর্শিনী হাকিম এটিকে ‘নোংরা ঘটনা’ বললেও, এর সঙ্গে রাজনৈতিক রং না দেওয়ার কথা বলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *