শান্তনু সেন মামলায় ধাক্কা খেল রাজ্য মেডিকেল কাউন্সিল, স্বস্তিতে তৃণমূল নেতা

কলকাতা হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি পেলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিলের রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিদেশের ডিগ্রি অবৈধভাবে ব্যবহারের অভিযোগে শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শান্তনু। এই রায়ের ফলে আপাতত স্বস্তি পেলেন তিনি।
অন্যদিকে, মুর্শিদাবাদের বড়ঞা থানার কড়ালিতলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও, বিহারের ভোটার তালিকা সংশোধনের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ অন্যদের দায়ের করা মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।