চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রীর উপর বর্বর হামলা
July 7, 20252:29 pm

বোলপুর বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ব্লেড দিয়ে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সিনিয়র ছাত্রীদের বিরুদ্ধে। গত শুক্রবারের এই ঘটনায় সোমবার স্কুল খুলতেই ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে বিক্ষোভ শুরু করে। অভিভাবকরাও স্কুলের বাইরে ভিড় জমান এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানান। নিগৃহীতা ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রীদের অভিযোগ, স্কুলের সিসিটিভি ফুটেজে ঘটনার স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে না এবং স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমন ঘটনা স্কুলের ভিতরে ঘটায় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।