ডাইনি অপবাদে অর্ধনগ্ন করে নাচানো হলো গৃহবধূকে, এই বাংলাতেই বীভৎস ঘটনা
July 7, 20253:10 pm

বীরভূমের রামপুরহাটে ডাইনি অপবাদ দিয়ে এক গৃহবধূকে অর্ধনগ্ন করে নাচানোর অভিযোগ উঠেছে। তাতঁবাঁধা গ্রামে মানসিক অবসাদে ভোগা ওই গৃহবধূকে সুস্থ করার নামে দুই ওঝা এই কাণ্ড ঘটায়। গ্রামবাসীরা ভিড় করে এই দৃশ্য দেখেও কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবং দুই ওঝাসহ গৃহবধূর স্বামীকে আটক করেছে।
গ্রামের এক বাসিন্দা সন্তোষ মির্ধা এই ঘটনার প্রতিবাদ করে পুলিশে খবর দেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা গৃহবধূর পরিবার চিকিৎসার ফল না পেয়ে ওঝার দ্বারস্থ হয়েছিল। ওঝারা ডাইনি ভর করার কথা বলে এই অমানবিক কাজ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।