উপরে নয়, নিচেই দেখছেন ‘উপরওয়ালা’! ভাইরাল ভিডিওতে দুই মহিলার কাণ্ড

সম্প্রতি সমাজমাধ্যমে ‘উপরওয়ালা সব দেখেন’ কথাটির বাস্তব চিত্র উঠে এসেছে এক ভাইরাল ভিডিওতে, তবে ভিন্ন আঙ্গিকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্টলের সামনে কেনাকাটা করার সময় দুই মহিলা অভিনব কায়দায় জিনিসপত্র চুরি করছেন। একজন মহিলা স্টল থেকে জিনিস নিয়ে পেছনের সঙ্গিনীকে দিচ্ছেন এবং তিনি সেটি নিজের ব্যাগে ভরে ফেলছেন। এই দৃশ্যটি একটি বাড়ির প্রথম তলা থেকে এক ব্যক্তি ক্যামেরাবন্দী করেন এবং ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে মানুষজন নানা রকম মন্তব্য করছেন। কেউ বলছেন ‘ভাই তো পর্দাফাঁস করে দিল’, আবার কেউ ‘টিমওয়ার্ক’ বলে মন্তব্য করছেন। কেউ কেউ মজা করে বলছেন ‘নিচের জন তো দেখছে না’ আবার কেউ বা বলছেন ‘সেজন্যই তো দুটো ব্যাগ ভরে গেছে।’ ‘skipz_gg’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যে ১১ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন, যা প্রমাণ করে এর ব্যাপক জনপ্রিয়তা।