তৎকাল টিকিটে আধার জালিয়াতি, ৫০০ টাকাতেই মিলছে তথ্য

তৎকাল টিকিটে আধার জালিয়াতি, ৫০০ টাকাতেই মিলছে তথ্য

রেলের তৎকাল টিকিট কাটার নিয়মে ১ জুলাই থেকে আধার যাচাই বাধ্যতামূলক হলেও জালিয়াতির নতুন পথ খুলেছে। অনলাইনে ৩০০ থেকে ৩৫০ টাকার বিনিময়ে অবাধে বিক্রি হচ্ছে আধার নম্বর ও আইআরসিটিসি আইডি। এই আধার-যাচাইকৃত আইডি ব্যবহার করে এজেন্টরা সহজেই তৎকাল টিকিট কেটে নিচ্ছেন বলে অভিযোগ। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এই চক্র সক্রিয় রয়েছে, যা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আধার নম্বর এবং দ্রুত টিকিট বুকিংয়ের ‘বট’ সফটওয়্যার বিক্রি করছে।

পূর্ব রেলের আরপিএফের আইজি অমিয়নন্দন সিনহা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাদের কাছে এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তবে আধার জালিয়াতি নতুন নয় এবং সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে। রেলের তথ্যপ্রযুক্তি বিভাগও এই বিষয়ে নজর রাখছে। যাত্রীরা অভিযোগ করছেন, নতুন নিয়ম চালুর পরও তৎকাল টিকিট পেতে আগের মতোই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *