এসএসসি নিয়োগে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, নতুন নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের বাদ দিয়েই সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর করতে হবে বলে আদালত এসএসসি এবং রাজ্যকে নির্দেশ দিয়েছে। যদি চিহ্নিত অযোগ্য কেউ ইতিমধ্যেই আবেদন করে থাকেন, তবে সেই আবেদন বাতিল বলে গণ্য হবে।
আদালতে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পক্ষেই সওয়াল করেছিল। এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন যে, সুপ্রিম কোর্ট কোথাও নির্দিষ্টভাবে জানায়নি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। যদিও বিচারপতির প্রশ্ন ছিল, “এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরও এটা বলবেন?” জবাবে আইনজীবী বলেন যে, তদন্ত এখনও শেষ হয়নি এবং কারোও দোষ প্রমাণিত হয়নি।