দু’টাকার অনুশোচনা, ৫৫ বছর পর মন্দিরে ১০ হাজার টাকা ফেরালেন ভক্ত

মানুষের বিবেক কখনও পুরোপুরি হারিয়ে যায় না, তারই প্রমাণ দিলেন তামিলনাড়ুর এক অজ্ঞাতপরিচয় ভক্ত। ১৯৭০ সালে এরোড জেলার নেরুঞ্জিপেট্টাইয়ের চেল্লান্ডি অম্মান মন্দির চত্বর থেকে কুড়িয়ে পাওয়া একটি ২ টাকার নোট পকেটে রেখেছিলেন তিনি। দীর্ঘ ৫৫ বছর ধরে এই ঘটনা তাকে অনুশোচনায় ভুগিয়েছে। অবশেষে সেই ‘ভুল’ শুধরে দিতে মন্দিরে ১০,০০০ টাকা ফেরত পাঠিয়েছেন ওই ব্যক্তি। মন্দিরের প্রণামী বাক্সে একটি সাদা খামে এই টাকা পাওয়া যায়, যার সঙ্গে ছিল একটি হাতে লেখা চিঠি।
ওই বেনামি চিঠিতে লেখা ছিল, “৫৫ বছর আগে মন্দির থেকে ২ টাকার নোট কুড়িয়ে পেয়েছিলাম। মালিককে খুঁজে না পাওয়ায় টাকাটি ফেরাতে পারিনি। বারবার মনে হয়েছে, ওই টাকা মন্দিরে দিয়ে দেওয়া উচিত ছিল। তাই এখন ২ টাকার বিনিময়ে ১০ হাজার টাকা মন্দিরে ফিরিয়ে দিলাম।” এই ঘটনা সমাজে সততা ও বিবেকবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।