আকাশ দীপের সাফল্যের নেপথ্যে ক্যানসার আক্রান্ত দিদির প্রেরণা

আকাশ দীপের সাফল্যের নেপথ্যে ক্যানসার আক্রান্ত দিদির প্রেরণা

ইংল্যান্ডের এজবাস্টন টেস্টে ভারতের জয়ের অন্যতম কারিগর পেসার আকাশ দীপ তাঁর অনবদ্য সাফল্য উৎসর্গ করেছেন ক্যানসারের সঙ্গে লড়াকু দিদি অখণ্ড জ্যোতি সিংকে। এজবাস্টনে খেলতে যাওয়ার আগে দিদি তাঁকে বলেছিলেন, “আমার কথা একদম ভাববি না, শুধু দেশের জন্য খেল।” দিদির এই মানসিক জোরই যেন দেশের জার্সিতে লড়াই করার জন্য আকাশকে আরও অনুপ্রাণিত করেছে।

এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিয়ে ভারতকে জয় এনে দিয়েছেন আকাশ দীপ। কঠিন সময়ে পরিবারের প্রতি তাঁর দায়িত্ব আরও বেড়েছে, কারণ সম্প্রতি তিনি তাঁর বাবা এবং আরেক দাদাকে হারিয়েছেন। মাঠের বাইরে দিদির অদম্য লড়াই এবং মাঠে আকাশের অসাধারণ পারফরম্যান্স এক আবেগঘন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *