নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় আহত দশম শ্রেণীর দুই ছাত্রী

দেবাশীষ সিংহ/নদীয়া।
নবদ্বীপ শহরের দন্ডজলতলা মোড়ের কাছে রবিবার সকালে নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় দুই স্কুল ছাত্রী,বাইক সহ চালককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এদিন সকালে শহরের ব্যস্ততম এলাকা দন্ডজলতলা মোড় এলাকায়। ওই ঘটনায় গুরুতর আহত দুজন দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট্ জেনারেল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ,প্রাথমিকভাবে বাইক সহ নবদ্বীপ প্রতাপ নগরের বাসিন্দা সায়ন শিকদার নামক বাইক চালককে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়।
সূত্রের খবর এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ দুই স্কুল ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিল,সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্রীকে ধাক্কা মারে, বাইকের ধাক্কায় রাস্তার উল্টো দিকে থাকা একটি নর্দমার মধ্যে গিয়ে ছিটকে পড়ে দুই ছাত্রী। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে দুই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন,পরে দুই আহত ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে।