দালাই লামার জন্মদিনে মোদীর শুভেচ্ছা, চিনের চোখরাঙানি

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ৯০তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোয় আপত্তি তুলেছে চিন।1 বেজিং জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। চিন ক্রমাগত দালাই লামাকে একজন রাজনৈতিক নির্বাসিত এবং ধর্মীয় মোড়কে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত ব্যক্তি হিসেবে দেখে।2 তাদের দাবি, ভারত যেন তিব্বত সংক্রান্ত বিষয়ে চিনের সংবেদনশীলতা বোঝে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং ভারতকে এই বিষয়ে ‘দায়িত্বশীল’ আচরণ করার এবং চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী দালাই লামাকে ‘প্রেম, সহানুভূতি, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার প্রতীক’ হিসেবে বর্ণনা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।3 এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু-সহ ভারতীয় আধিকারিকরা দালাই লামার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা চিনের আপত্তির অন্যতম কারণ।4