গণধর্ষণ বিতর্কে রাজন্যাকে তীব্র আক্রমণ জুঁই বিশ্বাসের
July 7, 20256:03 pm

দক্ষিণ কলকাতা ল কলেজের এক ছাত্রী গণধর্ষণ কাণ্ডে টিএমসিপি নেতা মনোজিত মণ্ডলের নাম জড়ানোয় সদ্য বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারের বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। রাজন্যা অভিযোগ করেন, মনোজিত এআই ব্যবহার করে তাঁর নগ্ন ছবি ছড়িয়েছেন এবং টিএমসিপি-তে এমন আরও অনেকে আছেন যারা এই ধরনের কাজ করেন। রাজন্যার এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরে তাঁকে তীব্র কটাক্ষ করা হচ্ছে।
ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষের কন্যাদের পর এবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাসও রাজন্যাকে আক্রমণ করেছেন। জুঁই প্রশ্ন তুলেছেন, এতদিন রাজন্যা কেন চুপ ছিলেন এবং নিজের সুরক্ষায় কেন তিনি পদক্ষেপ নেননি। তিনি আরও অভিযোগ করেন, রাজন্যা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এবং দলবদলের উদ্দেশ্যেই এমন মন্তব্য করছেন।