জমজ সন্তানের বাবা দুই পুরুষ, বিরল ঘটনা ব্রাজিলে
July 7, 20256:15 pm

ব্রাজিলে ১৯ বছর বয়সী এক তরুণী বিরল ঘটনার জন্ম দিয়েছেন, যেখানে তাঁর যমজ সন্তানের বাবা দুইজন ভিন্ন পুরুষ। চিকিৎসাবিজ্ঞানে ‘হেটেরোপ্যারেন্টাল সুপারফেকানডেশন’ নামে পরিচিত এই ঘটনা অত্যন্ত বিরল। জানা গেছে, ওই তরুণী একই দিনে দুই ভিন্ন পুরুষের সঙ্গে মিলিত হয়েছিলেন, যার ফলে দুটি পৃথক ডিম্বাণু ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বে এ ধরনের মাত্র ২০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমানে ১৬ মাস বয়সী দুই সন্তান সুস্থ আছে। এই ঘটনা চিকিৎসকদের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।