আরজি কর ধর্ষণকাণ্ড নতুন মোড়, আদালতে হাজিরা দিতে হবে সন্দীপ-অভিজিৎকে

আরজি কর হাসপাতাল ধর্ষণ ও খুন কাণ্ডে আবারও শিরোনামে এসেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই মামলায় শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল তাদের সশরীরে মঙ্গলবারের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদনের শুনানিতে আদালত এই সিদ্ধান্ত নেয়। বিচারক জানিয়েছেন, অভিযুক্তদের কোনো বক্তব্য থাকলে তা আদালতেই পেশ করতে হবে।
এই মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল পূর্বে সিবিআই কর্তৃক গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। নির্যাতিতার পরিবার অভিযোগ করেছে, জামিন পাওয়ার পর তিনি দীর্ঘদিন আদালতে হাজিরা দেননি। অন্যদিকে, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও জামিনে মুক্ত হলেও বর্তমানে আর্থিক দুর্নীতির পৃথক মামলায় জেলবন্দী রয়েছেন। তবে, বিচারক নির্দেশ দিয়েছেন মঙ্গলবার দু’জনকেই সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। মামলার তদন্তে রাজ্যের ভূমিকা নিয়ে নির্যাতিতার পরিবার প্রথম থেকেই প্রশ্ন তুলেছে।