স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, বাতিলের নির্দেশ ‘দাগি’ আবেদনপত্র

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট আবারও কড়া অবস্থান নিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, ‘দাগি’ বা চিহ্নিত অযোগ্য চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এমনকি, যদি কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী ইতিমধ্যেই আবেদন করে থাকেন, তবে সেই আবেদনপত্রও বাতিল করতে হবে। ৩০ মে এসএসসি-র জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের করা ৯টি মামলার শুনানিতে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
এদিন শুনানিতে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন যে, সুপ্রিম কোর্ট চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বারণ করেনি। এই যুক্তির প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন?’ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।