মাওবাদী নেতা মেঘনাদ সোধি খতম, ৮ লক্ষ টাকা মাথার দাম
July 8, 20254:50 am

নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য, ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে এনকাউন্টারে খতম হলো কুখ্যাত মাওবাদী নেতা সোধি কান্নার। সে মাও সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার এবং স্নাইপার বিশেষজ্ঞ ছিল বলে জানা গেছে। তার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। শুক্রবার বিজাপুরের জঙ্গলে এই গুলির লড়াই হয়, যদিও সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে বিজাপুরের জাতীয় উদ্যানে অভিযান চালায় বাহিনী। সংঘর্ষের পর সোধির দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একে-৪৭-এর ম্যাগাজিন এবং প্রচুর বিস্ফোরকও উদ্ধার হয়েছে।