মালদায় স্বামীর ওপর স্ত্রীর পাশবিক হামলা, গরম জলে ঝলসে পুরুষাঙ্গ কামড়ে জখম

মালদার মেহেরপুরে স্বামীর গায়ে গরম জল ঢেলে পুরুষাঙ্গ কামড়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর এলাকায় এই ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন (৩১) নামে ওই ব্যক্তি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। আট বছর আগে কালিয়াচকের নাজিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি নাবালক সন্তানও রয়েছে। সাদ্দামের অভিযোগ, তার স্ত্রী প্রায়ই তার মা ও ছোট বোনকে মারধর করত। এদিন সকালে মায়ের উপর হামলার প্রতিবাদ করলে নাজিমা তার গায়ে গরম জল ঢেলে দেয় এবং পুরুষাঙ্গ কামড়ে জখম করে। আহত সাদ্দামকে স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর সাদ্দাম হোসেন স্ত্রীর বিরুদ্ধে পুরুষ নির্যাতন, শ্বশুরবাড়িতে হামলা এবং মারধর করে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত গৃহবধূ নাজিমা খাতুন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। গ্রামবাসীর একাংশ জানিয়েছেন, ওই মহিলা বেশ কয়েক বছর ধরেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন এবং আলাদা থাকতে চাইছেন। পুরাতন মালদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।