১৯৭১ সালের পর আসা বাংলাদেশিরা কীভাবে অনুপ্রবেশকারী? ওয়েইসির প্রশ্নে তোলপাড় রাজনীতি

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে—এমন অভিযোগ বারবার শোনা যায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের মুখে। তারা দাবি করেন, দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বাংলাদেশির সংখ্যা বাড়ছে। গত কয়েক মাসে দিল্লি থেকেও একাধিক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। আসন্ন বিহার নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের যে ঘোষণা নির্বাচন কমিশন করেছে, তা নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই প্রসঙ্গে মুখ খুলেছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি।
আসাদউদ্দিন ওয়েইসি অনুপ্রবেশ এবং বাংলাদেশি ইস্যুতে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “বিজেপি এবং আরএসএস মিথ্যা প্রচার করছে। তারা বলছে, বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে। ১৯৭১ সালের যুদ্ধের পর ভারত যাদের আসতে দিয়েছিল, তারা আজ কীভাবে অনুপ্রবেশকারী হয়ে উঠল?” ওয়েইসি আরও প্রশ্ন তোলেন, “যদি কোনো অনুপ্রবেশকারী থাকে, তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের ভোট দেওয়ার অনুমতি কেন দেওয়া হয়েছিল? তখনই সতর্কতা অবলম্বন করতে পারত নির্বাচন কমিশন। কিন্তু সেটা তো করেনি।” তিনি জানান যে, অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে বসে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন এবং প্রয়োজনে আদালতেও যেতে পারেন।