মহিষ চরানোর সময় ভাল্লুকের আক্রমণ, তিনজনকে ছিঁড়ে ফেলে হত্যা; আতঙ্কিত গ্রামবাসীরা

মধ্যপ্রদেশের সিধি জেলার সঞ্জয় টাইগার রিজার্ভের বাতুয়া রেঞ্জে ভয়াবহ ভাল্লুকের হামলায় তিন গ্রামবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার মহিষ চরাতে গিয়ে বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হন গ্রামবাসীরা। ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের নাম বব্বু যাদব, দীনবন্ধু সাহু এবং সন্তোষ যাদব।
এই ভয়াবহ আক্রমণের মুখে গ্রামবাসীরা নিজেদের জীবন বাঁচাতে লাঠি ও ডান্ডা দিয়ে ভাল্লুকটিকে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে মারওয়াস থানার পুলিশ এবং বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনার তদন্ত শুরু করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কুসমি বিধায়ক কুঁয়ার সিং টেকাম এবং সাংসদ ডঃ রাজেশ মিশ্র ঘটনাস্থলে উপস্থিত হন।