স্বামীকে ঘুম পাড়িয়ে বালিশ চাপা দিয়ে খুন, প্রেমিকের সাহায্যে স্ত্রীর ভয়াবহ কাণ্ড

স্বামীকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছিলেন স্ত্রী, কয়েক মিনিট পরেই প্রেমিকের সঙ্গে মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করলেন তাঁকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছর আগে বিয়ে হয়েছিল চন্দ্রসেন (৩৮) ও দিশার (৩০)। তাঁদের দুই মেয়ে ও এক ছয় বছরের ছেলে রয়েছে। প্রায় দু’বছর আগে অসুস্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় শয্যাশায়ী ছিলেন চন্দ্রসেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুই মাস আগে রাজাবাবু নামে এক মিস্ত্রির সঙ্গে দিশার বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। চন্দ্রসেন এই সম্পর্ক জানতে পারলে, দিশা তাঁকে খুনের পরিকল্পনা করে। ঘটনার রাতে চন্দ্রসেনকে ঘুম পাড়িয়ে দিশা ও তার প্রেমিক বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে প্রতিবেশীদের চন্দ্রসেনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায়। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত হলে, পুলিশি জেরায় দিশা ও তার প্রেমিক খুনের কথা স্বীকার করে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।