২৬০০০ শিক্ষক নিয়োগ বাতিল মামলায় কল্যাণ ব্যানার্জী এবং বিচারপতির বাকযুদ্ধ, কতবার তাঁরা ফল ভুগবে সাজা পাবে?

২৬০০০ শিক্ষক নিয়োগ বাতিল মামলায় শূন্যপদে নতুন করে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া ৯টি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “কতবার তাঁরা ফল ভুগবে, সাজা পাবে?” উত্তরে বিচারপতি বলেন, “তাঁরা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তাঁরা বাদ যাবে।” আদালত এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে।
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, “আদালত ভাবছে, অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক।” অন্যদিকে, চাকরিহারাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আইনজীবী অনিন্দ্য মিত্র সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এবং নতুন বিজ্ঞপ্তিতে ত্রুটি রয়েছে বলে দাবি করেছেন।