শান্তনু সেন পেলেন স্বস্তি, সুদীপ্ত রায়কে চিঠি ও ফুল পাঠালেন তৃণমূল নেতা! কী এমন লিখলেন চিঠিতে?
July 7, 20258:29 pm

কলকাতা হাইকোর্ট রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তৃণমূল নেতা ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, শান্তনু সেনকে রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি, যা বিধিসম্মত নয়। এই নির্দেশের পর শান্তনু সেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে একটি চিঠি ও ফুল পাঠিয়েছেন।
শান্তনু সেন জানিয়েছেন, সুদীপ্ত রায়কে তিনি নিজের বাবার মতো দেখেন এবং বয়সের কারণে হয়তো তিনি এমন পদক্ষেপ করেছেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে তাঁর সামাজিক সম্মানহানি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আদালতের রায়ের পর তিনি আবারও আগের মতোই চিকিৎসা পরিষেবা দিতে পারবেন এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনেও অংশ নিতে পারবেন।