পদে বসেই বিরাট চমক দিতে চলেছেন শমীক ভট্টাচার্য! এতদিন যা হয়নি বঙ্গ বিজেপিতে

সুকান্ত যুগের অবসানে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দলে বড় পরিবর্তনের হাওয়া। নতুন সভাপতির নেতৃত্বে এবার ঢেলে সাজানো হচ্ছে বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক ও অন্যান্য কমিটি। চলতি মাসেই রাজ্য কমিটি, মোর্চা এবং বিভিন্ন সেলে ব্যাপক রদবদল আসবে বলে জানা গিয়েছে। জুলাই মাসেই নতুন রাজ্য কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন শমীক ভট্টাচার্য, যেখানে পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে দু’জনের পদ বদল হতে পারে এবং মোর্চা সভাপতি পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
বিজেপি সূত্রে খবর, ২০ জুলাইয়ের পর এই রদবদল কার্যকর হবে। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষ ও সক্রিয় নেতাদের নিয়ে নিজের দল গোছাতে চাইছেন। রাজ্য সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সম্পাদক পদে বড় পরিবর্তন আসতে পারে, যেখানে পুরোনো ও ব্রাত্য কর্মীদের গুরুত্ব বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, যুব ও মহিলা মোর্চার শীর্ষ পদেও বদল আসার সম্ভাবনা রয়েছে।