বিজেপির ‘আদি’ দফতরে ফিরছেন শমীক, বাড়ছে আদি কর্মীদের গুরুত্ব
July 7, 20258:39 pm

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের আদি কার্যালয় মুরলীধর সেন লেন থেকে সাংগঠনিক কাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই দফতর বঙ্গ পদ্ম শিবিরের জন্য ‘পয়া’। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ওয়ার রুম এই দফতর থেকেই পরিচালিত হয়েছিল। ভোটের ফল খারাপ হওয়ায় রাজ্য নেতৃত্ব এখন পুরনো দফতর ও আদি কর্মীদের উপর আস্থা রাখছে।
জুলাই মাসের মধ্যেই নতুন করে সকল কমিটি ও মোর্চা সাজাবেন নতুন সভাপতি। সাসপেনশন তুলে দায়িত্ব ফিরে পেতে পারেন রীতেশ তিওয়ারি এবং সায়ন্তন বসুর মতো কর্মীদের সক্রিয় করা হতে পারে। শমীক ভট্টাচার্য নিজেও এই দফতর থেকেই তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তাই এই পদক্ষেপকে আবেগের পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে দেখা হচ্ছে।