দলীয় বিতর্কে রাজন্যা হালদার, তোপের মুখে প্রাক্তন টিএমসিপি নেত্রী

দলীয় বিতর্কে রাজন্যা হালদার, তোপের মুখে প্রাক্তন টিএমসিপি নেত্রী

কসবাকাণ্ডের পর মুখ খুলে দলের রোষের মুখে পড়েছেন টিএমসিপি-র প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার। শাসকদলের বিভিন্ন নেতৃত্ব তাঁর বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন। সম্প্রতি, জুঁই বিশ্বাস নাম না করে রাজন্যাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। যাঁরা একে মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ রয়েছে। না নেত্রী হওয়ার যোগ্যতা রয়েছে, না অভিনেত্রীর। দুদিনে এসেই নেত্রী?”

জুঁই বিশ্বাস এই বিষয়ে আরও বলেন যে, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটে, তাহলে এতদিন চুপ করে থাকার কারণ কী? তিনি নিজেকে নেত্রী দাবি করে যদি নিজের সুরক্ষা নিশ্চিত করতে না পারেন, তাহলে অন্যদের জন্য কী করবেন, সেই প্রশ্নও তোলেন জুঁই। তিনি আরও জানান, যৌন হেনস্থার শিকার হলে মহিলারা আইনের আশ্রয় নিতে পারেন এবং দলের কাছেও বিষয়টি জানানো উচিত ছিল। বিজেপির দিলীপ ঘোষও এ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, হঠাৎ করে নেতা-নেত্রী হয়ে গেলে এমনটাই হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *