জঘন্য ঘটনা! প্রেমিকাকে লিঙ্গ পরিবর্তন করিয়ে ধর্ষণ, তারপর মুক্তিপণ দাবি

মধ্যপ্রদেশের নর্মদাপুরমে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক যুবক ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। ঔবেদুল্লাগঞ্জের ২৭ বছর বয়সী ওই যুবক নর্মদাপুরমের শুভম যাদব নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, শুভম ওই যুবককে হোটেলে ডেকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬ লাখ টাকাও হাতিয়ে নেয়। এরপর শুভম জোর করে তাকে ইন্দোরের একটি হাসপাতালে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে লিঙ্গ পরিবর্তন করিয়ে দেয়।
ভুক্তভোগী যুবক পুলিশকে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর শুভম তাকে ১৮ দিন ধরে নিজের বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এই সময়ে তাকে নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো এবং তন্ত্র-মন্ত্রের মতো কার্যকলাপও চলতো। শুভম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং নর্মদাপুরমে ফিরে এলে প্রাণনাশের হুমকিও দেয়। মানসিকভাবে বিপর্যস্ত যুবকটি অবশেষে ভোপালের গান্ধী নগর থানায় অভিযোগ জানালে মামলাটি নর্মদাপুরম কোতোয়ালি থানায় স্থানান্তরিত করা হয়।