ইরান যে দেশটির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেই দেশটি এখন ইসরায়েল-হামাস চুক্তির মধ্যস্থতা করছে

ব্যুরো নিউজ, ৭ জুলাই উত্তর দমদম: ইরান-ইসরায়েল সংঘাতের সময় যে মুসলিম দেশটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল, সেই কাতারই এখন ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করছে। দোহার কাতারেই গাজাকে ঘিরে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই এই চুক্তিতে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
ট্রাম্প বলেছেন, এই সপ্তাহে হামাসের সঙ্গে জিম্মি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা আছে। নেতানিয়াহু-র সঙ্গে বৈঠকের একদিন আগেই ট্রাম্প জানান, অনেক জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে। নেতানিয়াহুও নিশ্চিত করেছেন, তারা চুক্তির শর্তাবলী নিয়ে কাজ করছেন এবং সেই কারণেই কাতারে একটি দল পাঠানো হয়েছে। হামাস এখনও ২০ জন জীবিত জিম্মিকে আটকে রেখেছে বলে ইসরায়েল দাবি করেছে।