ভারত ইংল্যান্ড টেস্ট জয় শুভমান গিলের উচ্ছ্বাস আকাশ দীপের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক – এক ঝলক
July 8, 20257:28 am

একঝলক ডেস্ক:
বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। অধিনায়ক শুভমান গিল দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হলেও তরুণ পেসার আকাশ দীপকে নিয়েই যত আলোচনা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ মোট ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি।
আকাশ দীপের বোলিংয়ের প্রশংসা করে গিল বলেন, “বেশ সাহস নিয়ে বোলিং করেছে আকাশ, কঠিন উইকেটে ও দুদিকে বল সুইং করিয়ে দেখিয়ে দিয়েছে।” গিল আরও জানান, দলের সব পেসারই দুর্দান্ত বোলিং করেছেন এবং ইংল্যান্ডের টপ অর্ডারকে রুখে দিয়েছেন। জসপ্রীত বুমরাহ লর্ডসে পরবর্তী টেস্টে ফিরবেন বলেও নিশ্চিত করেছেন তিনি।