এই রক্তের গ্রুপের মানুষদের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বেশি, গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য

জীবনযাত্রার দ্রুত পরিবর্তনের ফলে বর্তমানে নানা গুরুতর রোগের ঝুঁকি বাড়ছে, বিশেষ করে ক্যানসারের মতো মারণ রোগ এখন আগের চেয়ে বেশি মানুষকে আক্রান্ত করছে। এমন পরিস্থিতিতে নিজেদের স্বাস্থ্য নিয়ে মানুষ অনেক বেশি সচেতন। তবে সাম্প্রতিক গবেষণা এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। বিএমসি ক্যানসার জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, যাদের রক্তের গ্রুপ ‘এ’ বা ‘এবি’, তাদের পেটের ক্যানসারের ঝুঁকি বেশি। গবেষণায় দেখা গেছে, ‘ও’ ব্লাড গ্রুপের তুলনায় ‘এ’ ব্লাড গ্রুপের মানুষের পেটের ক্যানসারের ঝুঁকি ১৩% বেশি, যেখানে ‘এবি’ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকি ১৮% পর্যন্ত বেড়ে যায়।
চল্লিশটিরও বেশি গবেষণার পর্যালোচনাতেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে, যেখানে ‘এ’ ব্লাড গ্রুপের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি গড় ১৯% এবং ‘এবি’ ব্লাড গ্রুপের ক্ষেত্রে ৯% বেশি পাওয়া গেছে। যদিও শুধু ‘এ’ বা ‘এবি’ ব্লাড গ্রুপ থাকলেই ক্যানসার হয় এমনটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে গবেষকরা এই ব্লাড গ্রুপগুলোতে কিছু জৈবিক পার্থক্য খুঁজে পেয়েছেন যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। যেমন, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষদের পেটে অ্যাসিড উৎপাদন ক্ষমতা কম হতে পারে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে ভিন্নভাবে কাজ করে। এছাড়া, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষেরা হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, যা পেটের ক্যানসারের একটি প্রধান কারণ।