পা ভেঙে যাওয়ায় ছাতা দিয়ে ব্যান্ডেজ! কলকাতা লিগে লজ্জা

পা ভেঙে যাওয়ায় ছাতা দিয়ে ব্যান্ডেজ! কলকাতা লিগে লজ্জা

কলকাতা ফুটবল লিগে (CFL) অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। মোহনবাগান ও রেলওয়ে এফসির ম্যাচে চিকিৎসা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা সামনে এসেছে। ম্যাচের ৩৫ মিনিটে রেলওয়ে এফসির তরুণ ফুটবলার তারক হেমব্রম মোহনবাগানের মার্শাল কিস্কুর ট্যাকেলে গুরুতর আহত হন। তাঁর পা ভেঙে যাওয়ায় তিনি মাটিতে কাতরাতে থাকেন। কিন্তু মাঠে কোনও ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা ছিল না। অবাক করা বিষয়, তারকের পায়ে দুটো ছাতার সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। নেটিজেনরা বলছেন, এমন চিকিৎসা ব্যবস্থার পর কলকাতা লিগ বন্ধ করে দেওয়া উচিত। আইএফএ-র এই ব্যর্থতা বাংলার ফুটবলের মান নিয়ে প্রশ্ন তুলেছে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, পা ভাঙার ক্ষেত্রে শক্ত সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করা স্বাভাবিক। তবে রেলওয়ে এফসির মেডিক্যাল টিমের অনুপস্থিতি নিয়ে তদন্ত হবে। মোহনবাগানের চিকিৎসক দ্রুত ইঞ্জেকশন দিয়ে তারকের যন্ত্রণা কমানোর চেষ্টা করেন। ম্যাচে উত্তেজনা কম ছিল না। ৬৩ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে গন্ডগোলের জেরে রেফারি মোহনবাগানের সালাউদ্দিন ও রেলওয়ের গোলরক্ষক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে লাল কার্ড দেখান। তবে ম্যাচে ২-০ গোলে জয় পায় মোহনবাগান। সন্দীপ মালিক ও শিবম মুণ্ডার গোলে সবুজ-মেরুন ব্রিগেডের জয় নিশ্চিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *