ভোর পাঁচটায় বাজল মৃত্যুর ঘণ্টা, ভয়াবহ বিস্ফহরণে প্রাণ শিফট ইনচার্জের
July 8, 202510:06 am

মুজাফফরনগরের বীর বালাজি পেপার মিলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন শিফট ইনচার্জ অঙ্কিত শর্মা (৩২)। রবিবার ভোরে একটি প্রেসার মেশিনের ড্রায়ার ফেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়, যা প্রাথমিকভাবে ভূমিকম্প বলে ভুল করেন স্থানীয়রা। এই ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে মিলের সামনে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। নিহত অঙ্কিত শর্মার পরিবারকে বীমা ও আর্থিক সহায়তা বাবদ প্রায় ২০ লাখ টাকা দেওয়ার আশ্বাস মেলার পর পরিস্থিতি শান্ত হয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।