শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ‘হিন্দু ভোটই আমাকে জিতিয়েছে’

শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ‘হিন্দু ভোটই আমাকে জিতিয়েছে’

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য যখন অবিজেপি ভোট টানার কথা বলছেন, তখন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোর দিলেন হিন্দু ভোটের ওপর। সোমবার নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যের নাম না করে শুভেন্দু বলেন, ”হিন্দুরা আমাকে বিধায়ক করেছেন, না হলে জিততে পারতাম নাকি। ১ লক্ষ ১০ হাজারের (তাঁর প্রাপ্ত ভোট) মধ্যে ১ লক্ষ ৯ হাজার ৬০০ হিন্দুর ভোট পেয়েছি।” তিনি জানান, অন্যদের ভোট চান না এমনটা নয়, তবে পান না।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ২০২১ সালে নন্দীগ্রাম যা দেখিয়েছে, ২০২৬ সালে বাংলাও তাই দেখাবে। তিনি দাবি করেন, নন্দীগ্রামে সাম্প্রতিক ২১টি সমবায় নির্বাচনের মধ্যে বিজেপি ১৮টিতে জয়ী হয়েছে। তাঁর মতে, ”যা বলি ভেবে বলি, আর যা বলি তা করি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *