ভোর থেকে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন শিয়ালদহ মেইন শাখার একাধিক রেললাইন, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

মঙ্গলবার ভোর থেকে লাগাতার বৃষ্টির জেরে শিয়ালদহ মেইন শাখার টিটাগড়, বেলঘরিয়া, বারাসাত সহ একাধিক স্টেশনে রেললাইন জলের তলায় চলে গিয়েছে। শুধু তাই নয়, কয়েকটি স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় বড়সড় বিভ্রাট দেখা দেওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি, তবে অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। এই পরিস্থিতিতে অফিসমুখী যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন।
পূর্ব রেলের আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, জল সরানোর জন্য পাম্প বসিয়ে কাজ চলছে এবং রেলের ইঞ্জিনিয়ারিং সহ সব বিভাগের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরন্তর চেষ্টা করছেন। বেলঘরিয়াসহ কিছু স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা কাজ না করায় ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে ট্রেন চালানো হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।