ডিভিসির জল ছাড়ায় ফের আশঙ্কার মেঘ হাওড়া-হুগলিতে

প্রবল বৃষ্টির কারণে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে। এছাড়াও মাইথন ও পাঞ্চেত থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গ, বিশেষ করে হাওড়া ও হুগলি জেলায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অতীতেও ডিভিসির জল ছাড়ার কারণে এই দুই জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, যার জেরে ব্যাপক ফসলহানি ঘটেছিল।
রাজ্যজুড়ে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ডিভিসি সূত্রে খবর, মাইথন ও পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে দুর্গাপুর ব্যারেজে জলের চাপ আরও বেড়েছে, যার কারণে অতিরিক্ত জল ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রাজ্য সরকার অতীতেও ডিভিসির জল ছাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে জলের পরিমাণ বাড়ায় ফের প্লাবনের আশঙ্কায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।