জুসে প্রস্রাব মেশানোর পর এবার দুধে থুতু! সিসিটিভিতে ধরা পড়ল দুধওয়ালার জঘন্য কাণ্ড
July 8, 202512:00 pm

লখনউতে দুধে থুতু মেশানোর অভিযোগে মোহাম্মদ শরিফ ওরফে পপ্পু নামের এক দুধওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। গোমতীনগরের বাসিন্দা লভ শুক্লার বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই জঘন্য ঘটনা। ভিডিওতে দেখা যায়, দুধ সরবরাহের আগে ওই ব্যক্তি দুধে থুতু ফেলছে। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে। এর আগেও উত্তরপ্রদেশে খাদ্যদ্রব্যে থুতু বা প্রস্রাব মেশানোর মতো একাধিক ঘটনা সামনে এসেছিল, যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব খাদ্যপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বসানো এবং কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিলেন। এই ধরনের ঘটনা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।