রাতের ট্রেনে ঘুমনোর তোরজোড়, হঠাৎ হাজির TTE! চা বিক্রেতার চোখে পড়তেই ফাঁস নকল টিটিই-র কাণ্ড
July 8, 202512:34 pm

রাজেন্দ্র নগর টার্মিনাল স্পেশাল সুপারফাস্ট ট্রেনে এক চা বিক্রেতার তৎপরতায় ধরা পড়ল এক ভুয়ো টিটিই। যাত্রীরা যখন ঘুমন্ত বা মোবাইলে মগ্ন, ঠিক তখনই টিটিই-এর পোশাকে এক যুবক টিকিট পরীক্ষা করতে শুরু করে। তার আচরণে সন্দেহ হয় প্যান্ট্রি কারের এক কর্মীর। সে দেখতে পায়, ওই যুবক এর আগে কখনও এই ট্রেনে কাজ করেনি এবং তার হাবভাবও স্বাভাবিক নয়।
এরপর ওই প্যান্ট্রি কার কর্মী আসল টিটিই সুনীল কুমারকে বিষয়টি জানান। জিজ্ঞাসাবাদে যুবকটি নিজের নাম নিগম কুমার এবং বিহারের লখিসরাইয়ের বাসিন্দা বলে জানায়। সে স্বীকার করে যে, এর আগেও সে ট্রেনে ভুয়ো টিটিই সেজে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করেছে। আলিগড় স্টেশনে ট্রেন থামলে তাকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে একটি ভুয়ো রেলওয়ে আইডি কার্ডও উদ্ধার হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।