নিয়োগে ‘দাগি’ প্রার্থীদের জায়গা নেই, স্পষ্ট বার্তা কলকাতা হাই কোর্টের

কলকাতা হাইকোর্ট সোমবার এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেছেন, এই প্রার্থীরা যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন, তবে তাঁদের আবেদনপত্র বাতিল করতে হবে। সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও আদালত জানিয়েছে। এসএসসি-র ৩০ মে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ চলবে, তবে ‘অযোগ্য’ প্রার্থীদের বাদ দিতে হবে। এই রায় ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে এসেছে, যখন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারীরা দাবি করেছিলেন, এটি সুপ্রীম কোর্টের নির্দেশের পরিপন্থী।
মামলাকারীদের অভিযোগ ছিল, ৪৪ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি আইনসম্মত নয়। তাঁরা জানান, সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া তৎকালীন বিধি মেনে এবং সেই সময়ের প্রার্থীদের মধ্য থেকে হওয়া উচিত। বয়সের ছাড় সংক্রান্ত নিয়মও মানা হয়নি। রাজ্য ও এসএসসি দাবি করেছিল, সুপ্রীম কোর্টের নির্দেশে ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের বাদ দেওয়ার কথা বলা নেই। কিন্তু বিচারপতি ভট্টাচার্য এই যুক্তি নাকচ করে বলেন, “কমিশনের কাছ থেকে এমন ব্যাখ্যা প্রত্যাশিত নয়।” এই রায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।